দরীদ্র পীড়িত মানুষের দুঃসময়ে পার্শ্বে দাড়ানো একটি মহৎ কাজ

ফেঞ্চুগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দীন কামরান বলেছেন দরীদ্র পীড়িত,অসুস্হ মানুষরা আমাদের সমাজের একটি অংশ। দুঃসময়ে তাদের পার্শ্বে দাড়ানোর মত ভালো কাজ আর কিছুই হতে পারে না। সমাজের বিত্তশালীরা এসব মহতী কাজে এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে। কাজেই এ সেবার যাত্রা অব্যাহত রাখার আহবান জানানো হয়।

গত ৩ ফেব্রুযারী ফেঞ্জুগঞ্জ সরকারী হাসপাতালে ফ্রি চক্ষু ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেছেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের ব্যবস্হাপনা পরিচালক তাজ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, জেলা যুবলীগের নেতা আব্দুল হান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্হ্য কর্মকতা ডাঃ কামরুজ্জামান, সমাজসেবী আব্দুস সালাম, আল মোস্তফা ট্রাষ্টের ডিজিটাল ফান্ড রা্ফইজিং ডিরেক্টর রাফি আক্তার, চ্যানেল এস ইউকের সিনিয়র ষ্টাফ রিপোটার এম, হাসানুল হক উজ্জল, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ভার্ড চক্ষু হাসপাতালের উপ পরিচালক নিবচন বিশ্বাস, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।

চ্যানেল এস ইউকের এমডি তাজ চৌধুরীর পুত্র মাহফুজ চৌধুরী, খায়রুল আমীন ও বন্ধুদের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫৩০ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহন করে। দৃষ্টি শক্তি পরীক্ষা করানো হয় ১৪৪ জন রোগীকে, চশমা প্রদান করা হয ১৩৮ জনকে, ফ্রি ঔষধ দেয়া হয় ২৯৮ জন রোগীকে এবং চোখের ছানী অপারেশনের জন্য নির্বাচন করা হয় ৫০ জন রোগীকে। ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানী নগর সিলেটে তাদের চোখের ছানি অপারেশন করা হবে।

Advertisement