ব্রিট বাংলা ডেস্ক :: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি ইমেজ গোটা ভারতে পরিচিত। দিদি বলতে ভারত একজনকেই চেনে -পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিদি ইমেজ কে কাজে লাগিয়েই ভোট কুশলী প্রশান্ত কিশোরের ক্যাম্পেইন, পশ্চিম বাংলা এবার তাদের মেয়েকে চায়, বেশ সফল। আর এইখান থেকেই বিজেপি তাদের প্রচারে এবার দাদাকে নামিয়েছে। এ দাদা যে সে দাদা নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। পোস্টারে দেখা যাচ্ছে রীতিমতো বাঙালি ধুতি পাঞ্জাবিতে দাদা অর্থাৎ মোদি জোড় হাত করে ভোট চাইছেন। দিদির চিরন্তন মোটা কাপড়ের শাড়ি, হাওয়াই চটি পরা পোস্টারের সঙ্গে পাল্লা দিচ্ছে বাঙালি পোশাকে মোদি দাদার ছবি। বিশেষজ্ঞরা বলছেন, দিদির ঘরেলু ইমেজকে চাপে ফেলতেই দাদা এই বাঙালি বেশ ধরেছেন।
আমি তোমাদেরই লোক গোছের ইমেজ। উল্লেখ্য, এবার বিধানসভা ভোটে বহিরাগত তত্ত্ব তৃণমূল কংগ্রেস তুলে ধরছে। তা কাউন্টার করতেই মোদি হয়েছেন বাঙালি বাবু -মোদি দাদা।