ব্রিট বাংলা ডেস্ক : সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ব নির্ধারিত শিডিউলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি মতে, বিমানবন্দরে অপেক্ষমান বিশেষ উড়োজাহাজে রাত ৯টার দিকে মোদি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। পূর্ব নির্ধারিত সূচি মতে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার রওনা করার কথা ছিল। কূটনৈতিক সূত্র বলছে, দিনের প্রথমার্ধে ঢাকার বাইরের কর্মসূচিতে একটু বেশি সময় ব্যয় হয়েছে। যার জন্য বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি খানিকটা পিছিয়ে রিশিডিউল করতে হয়েছে।
Advertisement