সাহিদুর রহমান সুহেল:আমাদেরপূর্ব পুরুষেররা বিলেতে পা রাখার পর থেকেই এখানে অনেকে মূলধারার সফলতা দেখিয়েছেন ৷
যা বাঙালি জাতি হিসেবে আমাদেরকে গৌরাবান্বিত
করেছে ৷ এ সফলতার প্রারম্বের সিঁড়ি এখনো চলমান তেমনি আমাদের নিলুফার ইয়াসমিন নিজের শিকড়কে আঁকড়ে ধরে বাংলাদেশের কৃষ্টি-কালচারকে বুকে লালন করে কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ফটোগ্রাফিতে দেশীয় কালচার উপর বি এ অনার্স ফাস্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছে!
নিলুফার গ্রাজুয়েশন অনুষ্টান গত ২০ নভেম্বর কভেন্ট্রি কেটেডরিয়েন হলে অনুষ্টিত হয় ৷
সাফল্যের এ দুর্গম পথ পাড়ি দেবার নিলুফার সাথে আলাপকালে জানা যায় একজন ব্রিটিশ বংশদূত হয়েও দেশীয় কালচারের উপর ডিগ্রি অর্জন মা-বাবা ও দেশের শিকড়ের টানে এমন সম্ভব হয়েছে ৷
ভবিষ্যতে সে ব্রিটেনের মূলধারার একজন ফাইন আর্টিস্ট হয়ে ব্রিটেন এবং আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল করতে চায় ৷
উল্লেখ্য এ বছর নিলুফার কিছু দেশীয় ফাইন আর্ট বার্মিংহামের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সেঞ্চুরিয়ান স্কয়ারে প্রদর্শিত হয়
নিলুফার গর্বিত পিতা-মাতা আব্দুল মুমিত ও জেসমিন বেগম বার্মিংহামের স্পারব্রুকের বাসিন্দা ৷
নিলুফার দেশের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নালিউড়ি গ্রামে ৷ নানার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কোনাশ্বালেশ্বর গ্রামের কোম্পানিবাড়ি ৷
উল্লেখ্য নিলুফা জনাব আব্দুল খালিক সাহেবের নাতিন ৷ নিলুফা সবার কাছে দোয়া প্রাথী,তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে ৷
Advertisement