ব্রিটবাংলা রিপোর্ট : দেশে গিয়ে হয়রানীর শিকার হলে পুলিশের প্রবাসী সেলে যোগাযোগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশ পুলিশের আইজিপি এ একে শহিদুল হক পিপিএম। রোববার রাতে লন্ডনে তার সম্মানে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
আইজিপি আরো জানান, স্বদেশে প্রবাসীদের হয়রানী বন্ধের জন্যে প্রবাসী সেল বেশ সক্রিয়ভাবে কাজ করছে। সব ধরনের হয়রানীর অভিযোগ যথাযথভাবে উপস্থাপন করতেও পরামর্শ দেন তিনি।
আইজিপি আরো জানান, প্রবাসী সেলে সহযোগিতা দেওয়ার জন্যে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে তিনি শিকার করেন, প্রবাসী অধ্যুষিত কিছু কিছু থানায় প্রবাসীদের যথাযথ সেবা দেয়া হচ্ছে না। বিষয়টি তার বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
বিগত দিনের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের আইন শৃংখলা বর্তমানে বেশ ভালো রয়েছে বলেও দাবী আইজিপির। তিনি বলেন, ক্রিকেটসহ বেশ কিছু আর্ন্তজাতিক অনুষ্ঠানে কোনো বিপদ আসেনি, এছাড়াও পুজা ও ঈদও শান্তিতে কেটেছে। জঙ্গী দমনেও পুলিশ সফলতার প্রমান দিয়েছে বলে দাবী করেন আইজিপি এ একে শহিদুল হক।