আকস্মিক ঝড়ো বাতাসে দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস পদ্মা নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসটিকে উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের খোঁজ মেলেনি।ফায়ার সার্ভিসের পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসে চালক ছাড়া কোনও যাত্রী ছিল না। তবে তার খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, বেলা ১১টার দিকে ঝড়ো বাতাসে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিড়ে যায় এবং মাইক্রোবাসটি পদ্মা নদীতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
দৌলতদিয়া ঘাটের পন্টুন ছিঁড়ে পদ্মায় মাইক্রোবাস
Advertisement