ইংল্যান্ড এবং ওয়েলসের মসজিদ, চার্চ এবং গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার ব্যবস্থা উন্নতির জন্যে হোম সেক্রেটারীর ঘোষিত সিকিউরিটি ফান্ডের জন্য শুক্রবার থেকে রেজিস্টেশন শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের ভেতরে সিকিউরিটি এলার্ম, লাইট, বেড়া বা ফেন্স এবং সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ফান্ড পেতে আগ্রহীদের নাম রেজিস্টেশন করাতে হবে। আগামি জুলাই মাসে রেজিস্টারকৃত প্রতিষ্ঠানগুলো থেকে বাচাই করে চাহিদা অনুযায়ী সিকিউরিটি ফান্ড দেওয়া হবে।
উল্লেখ্য গত মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর ইউকের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নতির জন্য ১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড সিকিউরিটি ফান্ডের ঘোষণা দিয়েছিলেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। এই অর্থ আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে ভাগ দেওয়া হবে। এদিকে আগামী ৫ মে থেকে শুরু হওয়া রামাদানে মসজিদগুলোর বাড়তি নিরাপত্তার জন্য সিকিউরিটি ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে সরকার।