ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র বাতাসের সঙ্গে উষ্ণ আবহাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এর মধ্যে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্য ‘নজিরবিহীনভাবে’ পুড়ছে জানিয়ে সেখানকার বাসিন্দাদের সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুনের লেলিহান শিখায় ওরেগন রাজ্যে পাঁচটি ছোট শহর পুড়ে ছাই হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে দাবানল ছড়িয়ে পড়েছে ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিশাল এলাকাজুড়ে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে চলা বাতাসে কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।
ওরেগনের গভর্নর কেট ব্রাউন বুধবার জানিয়েছেন, অঙ্গরাজ্যটির ডেট্রয়েট, ব্লু রিভার, ভিডা, ফিনিক্স ও ট্যালেন্ট শহরে তাণ্ডব চালাচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে মেডফোর্ড শহরের অধিকাংশ বাসিন্দাকেই সরিয়ে নেয়া হয়েছে। দাবানল যেভাবে ছড়াচ্ছে এতে প্রাণহানি এবং অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
ওরেগনের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণহীন আগুনের কারণে দমকলকর্মীদের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, প্রাণরক্ষার্থে সেখানকার বাসিন্দাদের নির্দেশ পাওয়া মাত্র ঘর ছাড়তে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে ১০০টির বেশি জায়গায় জ্বলছে দাবানলের আগুন। এর মধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই রয়েছে ২৮টি। সেখানে ইতোমধ্যেই ৯ লাখ ৩০ হাজার হেক্টরের বেশি ভূমি পুড়ে গেছে। এতে বুধবার পর্যন্ত অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দাবানলের কারণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
উত্তর ওয়াশিংটনে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ১ লাখ ৩৩ হাজার হেক্টরের বেশি ভূমি আগুনের কবলে পড়েছে। যা অন্যান্য সময়ে দাবানলের গোটা মৌসুমে ক্ষতিগ্রস্ত ভূমির সমান বলে জানা গেছে।