নাজানিনের পরিবারের সঙ্গে স্বাক্ষাতে রাজী হয়েছেন ব্রিটিশ ফরেন সেক্রেটারী

ব্রিটবাংলা রিপোর্ট : ইরানের কাগারারে আটক বৃটিশ-ইরানিয়ান নাগরিক নাজানিন জাগারি রেডক্লিফের স্বামী রিচার্ড রেডক্লিফের সঙ্গে স্বাক্ষাত কোরতে রাজী হয়েছেন বৃটিশ ফরেন সেক্রেটারী বোরিস জনসন।
গোয়েন্দাগিরির অভিযোগে ইরানে ৫ বছরের জেলদন্ডে দন্ডিত হয়েছেন এক সন্তানের জননী নাজানিন। তার স্বামীসহ এক শিশু কন্যা রয়েছে লন্ডনে। আর তিনি রয়েছেন ইরানের কারাগারে। তাকে মুক্তির জন্যে চলছে বিভিন্ন ক্যাম্পেইন। এর মধ্যেই গত সপ্তাহে বৃটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন এমপিদের জানিয়েছেন, ইরানে সাংবাদিকদের প্রশিক্ষন দিচ্ছিলেন নাজানিন। ফরেন সেক্রেটারীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই নাজানিনের সাজার মেয়াদ দ্বিগুন করার ঘোষণা দেয় ইরান সরকার।

তবে পরে এই বক্তব্যের জন্যে দুঃখ প্রকাশ করেন ফরেন সেক্রেটারী বোরিস জনসন। এবার নাজানিনের মুক্তির জন্যে তার পরিবারের সঙ্গে একটি বৈঠক কোরতে রাজী হয়েছেন তিনি। নাজানিনের স্বামী রিচার্ড রেডক্লিফ বিবিসিকে একথা জানিয়েছেন।

Advertisement