ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর সংক্রামক রোগ বিভাগের দীর্ঘদিনের নেতৃত্বে থাকা ডা. অ্যান্থনি ফাউসি করোনাভাইরাসের বিরুদ্ধে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার জেরে হত্যার হুমকি এবং কিছু নেতিবাচক বার্তা পেয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, আমি এই জীবন বেছে নিয়েছি, আমি জানি এটা কী।
এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে হোয়াইট হাউসে প্রতিদিনের ব্রিফিংয়ে উপস্থিত থাকার জেরে তার নিরাপত্তা নিয়ে প্রথম শঙ্কা প্রকাশ করেন মার্কিন স্বাস্থ্য বিভাগের সরকারি একজন কর্মকর্তা। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তার নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।
তবে ফাউসি বলেন, কিছু বিষয় রয়েছে যা মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে। আপনি যে কাজটি করতে চান সেদিকে কেবল মনোনিবেশ করুন এবং অন্য সবকিছুকে পাশে সরিয়ে রাখুন এবং যথাসম্ভব চেষ্টা করুন মনোযোগ অন্যদিকে না দেয়ার। তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা আসলেই অত্যন্ত খারাপ সময় পার করছি। আমাদের অন্য চিন্তাগুলো পাশে সরিয়ে রাখতে হবে।
তবে ফাউসিকে নিয়ে হুমকি কারা দিচ্ছে সে ব্যাপারে পরিষ্কারভাবে কোনো তথ্য জানানো হয়নি। যদিও ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এরই মধ্যে ফাউসির বাড়ি ঘিরে রেখে নিরাপত্তা দিচ্ছেন।
৭৯ বছর বয়সী ফাউসি বলেছেন, আমি শারীরিকভাবে সুস্থ। আমার কোনো ধরনের নিরাপত্তার দরকার নেই। মানুষ আমাকে ভালোবাসে।