ব্রিটবাংলা ডেস্ক : ২০১৮ সালের স্থানীয় নির্বাচনের মনোনয়নপত্রে ভূল তথ্য প্রদানের দায়ে গ্রেটার লন্ডনের রেডব্রিজ বারার কাউন্সিলর চৌধারী মোহাম্মদ ইকবালেক দোষি সাব্যস্ত করেছে পুলিশ। আগামি ২২ মে তাকে ওয়েস্টমিনষ্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।
মেট পুলিশ জানিয়েছে, লক্সফোর্ড ওয়ার্ডের লেবার দলীয় কাউন্সিলর চৌধারী মোহাম্মদ ইকবাল মনোনয়নপত্রে ভুল ঠিকানা ব্যবহার করেছেন। তিনি বার্কিংয়ের সেসিল এভিনিউতে বসবাস করেন বলে পুলিশ প্রমান পেয়েছে। স্থানীয় নির্বাচনী নীতি অনুযায়ী, কাউন্সিলর প্রার্থী যে এলাকায় নির্বাচন করবেন নির্বাচনের আগে তাকে অবশ্যই সেই এলাকার ভোটার হতে হবে অন্তত এক বছরের বেশি সময় ধরে। অথবা ওই এলাকার অধিবাসি, ঘরের মালিক অথবা কর্মসুত্রে ওই এলাকার অধিবাসী হতে হবে এক বছরের বেশি সময় ধরে। কিন্তু কাউন্সিলর ইকবাল মনোনয়নপত্রে যে ঠিকানা ব্যবহার করেছেন তা ভিন্ন এলাকার। এই অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর পুলিশ কাউন্সিলর ইকবালকে জিজ্ঞাসাবাদ করে। আর ২৭ শে মার্চ তাকে দোষি সাব্যস্ত করে মেট পুলিশ।
আগামি ২২ শে মে তাকে ওয়েস্ট মিনিস্টার কোর্টে হাজির করা হবে।