করোনার কারণে অনেকদিন ধরেই থমকে ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব।এবার মাঠে ফুটবল ফেরাতে চাইছে ফিফা।গত নভেম্বরে শেষবার দেখা গিয়েছিল লাতিন অঞ্চলের বাছাইপর্ব।যেখানে ব্রাজিল নিজেদের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দলে রাখেনি আলভেস ও নেইমারকে।দল ঘোষণার সময় নেইমার থাকলেও ম্যাচের সপ্তাহ দুই আগে চোট পেয়ে ছিটকে যান তিনি।ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর- আগামী জুনের শুরুর দিকের দুটি ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ তিতে।আর সেই দলে ফিরলেন দুই বড় তারকা নেইমার আর দানি আলভেস।সব ঠিক থাকলে ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।৯ জুন প্যারাগুয়ের মাঠে খেলবে লড়াই নেইমারদের। শুক্রবার এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করলেন তিতে।বাছাই পর্বে প্রথম ৪ ম্যাচের প্রতিটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এরপরই আর্জেন্টিনা।ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে।
ব্রাজিল দল-
গোলরক্ষক: অ্যালিসন,এডারসন,ওয়েভারটন
ডিফেন্ডার: দানি আলভেস,ড্যানিলো,অ্যালেক্স সান্দ্রো,রেনান লোদি,এদার মিলিটাও, ভেরিসিমো,মারকুইনহোস, থিয়াগো সিলভা
মিডফিল্ডার: ফাবিনহো, ফ্রেড, লুয়াস পাউকিটা, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, রিবেরিও
ফরোয়ার্ড: এভারটন, ফিরমিনো, বার্বোসা, জেসুস, নেইমার, রিচারলিসন, ভিনিসিয়াস।