নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত

ব্রিট বাংলা ডেস্ক :: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির বামপন্থীদের আন্দোলন চলছেই। এরইমধ্যে আন্দোলনের সময়কাল এক মাস ছাড়িয়েছে। গত শনিবারও জেরুজালেমে তার বাসভবনের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। দুর্নীতির অভিযোগ, বেকারত্ব বৃদ্ধি ও করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যার্থতার কারণে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন তারা। এ খবর দিয়েছে আল-জাজিরা।

বিক্ষোভ থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন, নেতানিয়াহুকে অবশ্যই তার বিরুদ্ধে চলমান অভিযোগ আদালতে থাকাকালীন পদত্যাগ করতে হবে। একইসঙ্গে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেও তার সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিক্ষুব্ধরা। এর আগে গত মঙ্গলবার ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচনের দিন ঘোষণার জন্য ৩ দিন সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। সময় শেষ হওয়ার পর তারা আবার নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে পুলিশের নির্দেশনা না মেনে জেরুজালেমের প্রধান শহরগুলোতে বিক্ষোভ চলমান রাখা হয়েছে। যেসব রাস্তা দিয়ে নেতানিয়াহু চলাফেরা করতে পারেন সেসব রাস্তা আটকে আন্দোলন করছেন বিক্ষুব্ধরা। নেতানিয়াহুর বাসভবনের বাইরে বড় বেলুনে করে নেতানিয়াহুর ব্যাঙ্গ ছবি উড়িয়ে রাখা হয়েছে। একইসঙ্গে ইসরাইলি পতাকার সঙ্গে কালো পতাকাও উড়িয়েছে আন্দোলনকারীরা।

Advertisement