সংবাদ রাজনীতি ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোন বিষয়ে আপনার বা আমার বাকস্বাধীনতা অথবা চিন্তার সামগ্রিক বিষয়ের আলোকে বলা বা তুলে ধরার প্রচন্ড ইচ্ছার প্রকাশ ঘটিয়ে যখন কিছু একটা জন্ম দিবেন সেই প্রচেষ্টার ফসল দুনিয়ার আলোতে বেড়ে উঠেনা বা উঠতে দেওয়া হয়না৷
বা আতুর ঘরে মেরে ফেলা হয় ইচ্ছার বাহিরে গিয়ে
সমাজ রাষ্ট্র দেশ “বিদেশ সকল স্থরে মধ্যম অবস্থানে থাকতে হয় বা বাধ্য করা হয়৷
সমাজে রাষ্ট্রের চলমান সংক্রমণের সাথে নিজের বিবেক চিন্তার উর্বর উৎস গুলো কে কবর দিয়ে স্রোতের মিছিলে যোগ দিতে হয় অথবা বাধ্য হতে হয় ৷ সামগ্রিক দৃষ্টি ভঙ্গি সোজা পথের যাত্রা রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রভাবশালী মহলের লাল চোখের তল্লাসীর কারনে নিয়ন্ত্রিত হয়৷ এখানে একজন সংবাদ কর্মী বা সম্পাদক কতোটা অসহায় তা কেবল ভুক্তভুগী রা জানেন ৷
বাধ্য হয়ে অসহায়ত্বের সঙ্গি হতে হয় ৷ বর্তমান চলছে গ্রহনের কাল,এখানে মেধাহীন অসুস্থ অযোগ্য সমাজ শাসকের খবরদারী ৷
এক্ষেত্রে সহজ শর্তে গাঁ ভাসাও সংস্কৃতি কে ধারন করে স্রোতের মিছিলে মিশে যাওয়ার নামই সাবাস বেটা বা উদাহরনের মাত্রা ৷ চলবে…..
আহাদ চৌধুরী বাবু
Advertisement