পরপর তিন বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল, নিহত ৫

ব্রিট বাংলা ডেস্ক :: পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে উঠলো আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবারের এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত হয়েছেন আরো দুজন। কাবুল পুলিশ জানিয়েছে, প্রথম দুটি বিস্ফোরণের মধ্যে ব্যবধান ছিল মাত্র ১৫ মিনিট। তৃতীয় বিস্ফোরণটি হয় প্রায় ২ ঘন্টা পর। এর টার্গেট ছিল পুলিশের একটি গাড়ি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা। বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে তারা।

তবে শনিবারের এই হামলার দায় স্বীকার করে এখনো কোনো সংগঠন বিবৃতি দেয়নি। গত কয়েক মাসে কাবুলে যেসব হামলা পরিচালিত হয়েছে তার একটি বড় অংশেই ব্যবহার হয়েছে স্টিকি বোমা। এটি চুম্বক ব্যবহার করে গাড়ির সঙ্গে লাগিয়ে দেয়া যায়। পরে রিমোট কন্ট্রোল দিয়ে তার বিস্ফোরণ ঘটানো যায়।

শনিবারের হামলায় দুই সেনা, দুই পুলিশসহ বেসামরিক মানুষেরও মৃত্যু হয়েছে। এরমধ্যে প্রথম বোমাটি টার্গেট করা হয় বেসামরিক নাগরিকদের হত্যা করতে। এটিকে একটি বেসামরিক পরিবহণে রাখে জঙ্গিরা। হামলাগুলো নিয়ে বিস্তর তদন্ত করছে কাবুল পুলিশ।

Advertisement