গত বছর করোনা মহামারীর চলাকালে পি-পি-ই সরবরাহের জন্যে নিজের পরিচিত একটি হেলথ কেয়ার কোম্পানীকে সরকারী চুক্তি বা কন্ট্রাক্ট পাইয়ে দিতে হোম সেক্রেটারী প্রীতি পাটেল সুপারিশ করেছেন বলে অভিযোগ করেছে লেবার পার্টি। সুপারিশ অনুযায়ী, ফার্মাসিটিউক্যাল ডাইরেক্ট লিমিটেড নামে একটি কোম্পানীকে ফেইস মাস্ক সরবরাহের সরকারী কন্ট্রাক্ট বা চুক্তি না দেওয়াতে ২০২০ সালের মে মাসে চিঠির মাধ্যমে মাইকেল গভের কাছে নিজের হতাশার কথা জানান হোম সেক্রেটারী। এই সুপারিশের মাধ্যমে হোম সেক্রেটারী নীতি লঙ্ঘন করেছেন বলে দাবী করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে লেবার পার্টি। তবে হোম সেক্রেটারীর একজন মূখপাত্র বলেছেন, জাতীয় সংকট কালে পর্যাপ্ত পরিমান পিপিই সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হোম সেক্রেটারী সঠিক কাজ করেছেন।
বিবিসির রিপোর্টে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যালস ডাইরেক্ট লিমিটেডের সামির জাসাল কনজারভেটিভ পার্টির এক্টিভিস্ট এবং প্রীতি পাটেল তাকে জানতেন। সামাজিক মাধ্যম লিঙ্কদিনের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০১৫ সালের ভেতরে তিনি প্রীতি পাটেলের এডভাইজার ছিলেন।
তবে ২০২০ সালের জুলাই মাসে ভিন্ন ক্যাটাগরির মাস্ক সাপ্লাইয়ের জন্যে ১০৩ মিলিয়নের কন্ট্রাক্ট দেওয়া হয় এই কোম্পানীকে।