পুলিশের জন্যে অতিরিক্ত ব্যয়ে অপারগতা লন্ডন প্রিমিয়ার লীগের : Premier League rejects to pay more for policing

ব্রিটবাংলা রিপোর্ট : খেলা চলাকালে মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত পুলিশ প্রহরায় যে পরিমান অর্থ ব্যয় হয়, সেই তুলনায় মেট পুলিশকে একেবারে নগন্য অর্থ পরিশোধ করে লন্ডন প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ। মেট পুলিশকে পরিশোধিত অর্থের পরিমান আরো বাড়াতে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেছিলেন লন্ডন মেয়র সাদিক খান। লন্ডন প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ মেয়রের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

২০১৬/১৭ ফুটবল মৌসুমে লন্ডন প্রিমিয়ার লীগের ফুটবল ম্যাচ কাভার করতে গিয়ে প্রায় ৭ দশমিক ১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে মেট পুলিশ। এর বিপরীতে ক্লাবগুলোর কাছ থেকে মাত্র ৫ দশমিক ১ শতাংশ অর্থাৎ ৩শ ৬১ হাজার পাউন্ড পেয়েছে মেট পুলিশ।

সিটি হল জানিয়েছে ২০১৬/১৭ মৌসুমে মেট পুলিশের সব চাইতে বেশি ব্যয় হয়েছে ওয়েস্টহ্যাম, চেলসি এবং টুটেনহ্যাম ক্লাবের জন্যে।

ওয়েস্টহ্যাম ক্লাবের জন্যে ব্যয় হয়েছে ১.০৭৮, ৫৭৮ পাউন্ড। বিপরীতে মেট পুলিশ পেয়েছে মাত্র ৩৩, ৩১৮ পাউন্ড। আর চেলসির জন্যে ব্যয় হয় ৭২৬, ৬৮৩ পাউন্ড। আর পেয়েছে মাত্রা ১৫৬, ৩৭৫ পাউন্ড। টুটেনহ্যামের ম্যাচের জন্য ব্যয় হয়েছে ৬৫২, ৯৭৪ পাউন্ড। ক্লাবের কাছ থেকে পেয়েছে মাত্র ৫৫, ৭৯৭ পাউন্ড।

তবে লীগ বলেছে, ফুটবল গ্রাউন্ডের নিরাপত্তায় পুলিশি ব্যয় কমানোর বিষয়টি নিয়ে তারা আলোচনায় আগ্রহী। মাঠের ভেতরে অথবা ক্লাবগুলোর নিজস্ব বাউন্ডারীর ভেতরে পুলিশের ব্যয়ভার একমাত্র ক্লাব বহন করে। এর বাইরে যাতায়াত খরচ এবং স্টেডিয়ামের বাইরে আইন শৃঙ্খলা রক্ষার যাবতীয় ব্যয়ভার মেট পুলিশকে বহন করতে হয়।

Premier League rejects to pay more for policing

The Premier League has rejected the Mayor of London’s demand for more money to help pay for match-day policing.

Last season the Metropolitan Police spent £7.1m covering professional football matches but was only able to recover 5.1% of the costs.

Mayor Sadiq Khan said he was “concerned the Met recoups so little” from the world’s richest league.
The Premier League said it contributed to the cost of policing through the £2.4bn in taxes it generated.
Mr Khan had written to the league’s chief executive Richard Scudamore urging them to ‘step up and make a bigger contribution’.

In a statement the league said: “Costs incurred for policing away from the grounds are covered by general police budgets.
“Fans are members of the public and deserve to be treated as such.

London clubs which incurred the highest policing costs 2016/17 season

West Ham Policing cost: £1.078,578 (£33,318 recovered by Met)
Chelsea Policing cost: £726,683 (£156,375 recovered by Met)
Tottenham Policing cost: £652,974 (£55,797 recovered by Met)
Source: City Hall

The league said it was “happy to discuss” how to further reduce police costs “while co-operating to make our grounds as safe and welcoming as possible”.
Football clubs can only be charged for policing inside stadiums or on their land, so the Met must cover costs such as managing travelling supporters or maintaining order outside grounds.
The force only recovered £361,000 from London football clubs, according to figures obtained by Labour London Assembly member Andrew Dismore.

 

Advertisement