যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দিনের আলোতে নিরীহ পথচারীকে গুলি করা হয়েছে। এই ঘটনায় রাইফেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, ৭ মে শনিবার সকালের দিকে নিউহ্যাম এলাকার ইষ্টহ্যাম হাইষ্ট্রিট নর্থের কোন একটি বাসা থেকে এয়ার রাইফেল দিয়ে রাস্তায় একজন নিরীহ পথচারীকে গুলি করে। এই ঘটনার পরপরই আর্মড পুলিশের একটি বিশেষ টিম এসে সেই বাসায় অভিযান চালিয়ে এয়ার রাইফেলসহ একজনকে আটক করেছে। কেন এবং কি উদ্দেশ্যে একজন অপরিচিত নিরীহ পথচারীকে ঘর থেকে গুলি করা হলো এ বিষয়ে এখনো কোন তথ্য দেয়া হয়নি, এমনকি ঘটনার শিকার ব্যাক্তি ও আটককৃত ব্যাক্তির নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি । গুলিতে আহত ব্যাক্তির অবস্থা এই রিপোর্ট লেখা পর্যন্ত ভালো।এ ঘটনার ঠিক ২৪ ঘন্টা আগে, ৬ মে শুক্রবার দক্ষিন পূর্ব লন্ডনের বারমুন্ডজি এলাকায় এক ব্যাক্তি আরেক ব্যাক্তিকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনা জানার পর বারমুন্ডজি এলাকার ব্রেন্টন হাউজের একটি ফ্ল্যাটে ৬ মে শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে অন্তত ১০ জন আর্মড পুলিশ অভিযান চালায়। ১০ জন পুলিশের রাইফেলের মুখে ১ ব্যাক্তিকে আটক করা হলেও কোন পিস্তল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পিস্তল না থাকার পরও আটককৃত ব্যাক্তি পিস্তলের হুমকি দিয়েছিলেন।
পূর্ব লন্ডনে রাইফেল দিয়ে পথচারীকে গুলি, গ্রেফতার ১
Advertisement