আনসার আহমেদ উল্লাহ:
২৯জুন বাংলাটাউনের ঐতিহ্যবাহী ব্রিক লেন মসজিদে শহীদ জননী জাহানারা ইমাম ও মৌলানা ইজ্জাদ আলীর জন্যে দোয়া করা হয়।
উল্লেখ্য গত ২৬ জুন শহীদ জননী জাহানারা ইমামের ২৪ মৃত্যুবার্ষিকী ছিল এবং মৌলানা ইজ্জাদ আলী গত ২৫ জুন লন্ডনের ইন্তেকাল করেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মৌলানা নজরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, নির্মূল কমিটির সহ সভাপতি হরমুজ আলী, সহ সাধারণ সম্পাদক জামাল খান,অর্থ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আনসারুল হক সহ আরও অনেকে।
নির্মূল কমিটির বক্তারা বলেন নব প্রজন্মের অনেকেই জানেন না উগ্রবাদের বিরুদ্ধে জাহানারা ইমামের বলিষ্ঠ ভূমিকা। তাদের জানা নেই, ১৯৯২ সালের ২৬শে মার্চ গণআদালতের ঐতিহাসিক রায়।। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের বীজ ছিল তাঁর হাতে রোপিত। জননী জাহানারা ইমাম ছিলেন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সব’চে উচ্চকিত শক্তিশালী কণ্ঠ।
১৯৯৪ সালের ২৬শে জুন, মিশিগানের ডেট্রয়েট নগরীর সাইনাই হাসপাতালে ৬৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৌলানা ইজ্জাদ আলী ছিলেন যুক্তরাজ্য নির্মূল কমিটির প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক।
স্বাধীনতা বিরোধী একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শহীদ জননী জাহানারা ইমাম দেশে ঘাতক দালাল নির্মূল কমিটি গড়ে তুললে, ব্রিটেনে নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নিলে যেকজন কমিউনিটি নেতা এর সমর্থনে এগিয়ে আসেন মৌলানা ইজ্জাদ আলী ছিলেন তাদের একজন। এসময় তিনি জাতীয় সমন্বয় কমিটি, যুক্তরাজ্য শাখার কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।