এতে চার পর্যটকসহ অন্তত ১৬ বাসযাত্রী নিহত হন। ব্রাজিলসহ বিভিন্ন দেশের ৪ পর্যটকসহ আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
দেশটির পুলিশের মুখপাত্র কার্লোস লোপেজ জানান, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বাসটি রাজধানী লিমা থেকে এরিকুইপা শহরে যাওয়ার পথে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।
পেরুতে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি থাকলেও চালক ১০৬ কিলোমিটার গতিতে বাসটি চালাচ্ছিলেন।
পেরুতে ঘন ঘন দুর্ঘটনার কারণ আন্দিজ পর্বতঘেষা ভয়ংকর রাস্তা। এ সড়কে চলতে গিয়ে অসংখ্য যানবাহন দুর্ঘটনায় পড়ছে।
Advertisement