ব্রিটবাংলা ডেস্ক : টাওয়ার হ্যামলেটসের জিপিগুলোতে ফ্রি ঔষধের জন্য প্রেসক্রিপশন ইস্যু বন্ধ হয়ে যেতে পারে! টাওয়ার হ্যামলেটস এনএইচএস জানিয়েছে, জিপি কাউন্টার থেকে প্যারাসিটামল, কাশির ঔষধ, ভিটামিন এবং মিনারেলসহ প্রায় ৩৫ ধরনের ফ্রি ঔষধের জন্য প্রেসক্রিপসন ইস্যু করে থাকে জিপি। কিন্তু তা বন্ধ করার জন্য প্রস্তাব করেছে হেলথ ডিপার্টমেন্ট। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছেন স্থানীয় জিপি এবং এনএইচএস টাওয়ার হ্যামলেটসের সিসিজি’র চেয়ার ডক্টর সাম ইভারিংটন। এ বিষয়ে বারার জনগনের মতামত গ্রহন করা হচ্ছে। আগামি ১৪ মার্চ পর্যন্ত এ বিষয়ে মতামত গ্রহন করা হবে। নিচের লিঙ্কে ক্লিক করলে মতামত দিতে পারবেন।
http://engage.england.nhs.uk
এনএইচএস জানিয়েছে, গত বছর এনএইচএস প্রায় ৫৭০ মিলিয়ন রাউন্ড খরচ করেছে কাউন্টার থেকে ফ্রি মেডিসিন দেওয়ার জন্যে প্রেসক্রিপশন দেওয়ার জন্য। অথচ এসব ঔষধ প্রেসক্রিপশন ছাড়াই যে কেউ ফার্মেসি যে কোন সুপার মার্কেট থেকে ক্রয় করতে পারেন।
GPs in Tower Hamlets could be banned from prescribing over the counter medications
Residents in Tower Hamlets are being urged to have their say over plans to stop GPs in the borough from prescribing over-the counter medications.
The proposals by health chiefs would see NHS Tower Hamlets Clinical Commissioning Group ban medics from prescribing 35 medications such as paracetamol, cough medicines, vitamins, minerals and probiotics.
Last year, the NHS spent nearly £570m on prescriptions for medicines which can be bought over the counter from pharmacies and other outlets such as supermarkets.
Dr Sam Everington, local GP and chair of NHS Tower Hamlets CCG, said: “We are really keen that local people have their say.
“It is so important we know what local people think about these proposals because this will enable us to make an informed local decision if the recommendation is to stop prescribing for these conditions in primary care.”
To take part in the online consultation, which runs until March 14, click here.