ব্রিট বাংলা ডেস্ক :: শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাহিন্দা রাজাপাকশে। বৃহস্পতিবার তাকে শপথ বাক্য পাঠ করান তারই ছোট ভাই এবং শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর ফলে একটি দেশের শীর্ষ দুই পদে একই সময়ে আপন দুই ভাই অধিষ্ঠিত হয়ে ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। খবর রয়টার্স’র।
বৃহস্পতিবার কলম্বোতে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন মাহিন্দা। এসময় দুই ভাইয়ের স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন। মাহিন্দা ২০২০ সালে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী হেরে যাওয়ার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন রনিল বিক্রমাসিংহে। এরপর এই পদে নিজের বড় ভাই মাহিন্দার নাম ঘোষণা করেন গোটাবায়া।
শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানে রাজাপাকসের পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দশ বছর আগে তামিল টাইগারদের দমনের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটে। ২০১৫ সালে জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা। তখন গোটাবায়া প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।