জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।শুক্রবার ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বলেন, জায়নামাজ ব্যতীত অন্য কিছু সাথে আনা যাবে না। রাখা যাবে না কোনো ধরনের দাহ্য পদার্থ।তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ মাঠে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় থাকবে সিটিটিসি-সোয়াট টিম।ঈদগাহ ময়দান পরিদর্শন করে র্যাব মহাপরিচালক বলেন, ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে কঠোর নজরদারিতে রেখেছে র্যাব। ফাঁকা ঢাকায় বাসাবাড়িতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়া ঈদকে ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান র্যাবের শীর্ষ এই কর্মকর্তা।
Advertisement