প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তান-আফগান সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে

পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্তে সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানীর কয়েকদিন পর গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়া হয়েছে।গত বছর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। পাকিস্তানের অভিযোগ জঙ্গি গোষ্ঠী আফগান মাটি থেকে হামলার পরিকল্পনা করছে।তালেবানরা পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। খবর এএফপি’র।পাকিস্তানের আধাসামরিক সীমান্ত বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছে, “সব ধরণের কার্যক্রমের জন্য সীমান্ত আবার খুলে দেওয়া হয়েছে।একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তাবৃন্দ ও আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের মধ্যে সফল আলোচনার পর সীমান্ত খুলে দেয়া হয়েছে।গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম জানিয়েছেন, সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে।বৃহস্পতিবার চমন-স্পিন বোলদাক ক্রসিং-এ সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। স্থানীয়রা জানিয়েছে, সংঘর্ষে হাল্কা ও ভারী অস্ত্র ব্যবহৃত হয়েছিল।আত্মীয়দের সাথে দেখা করা, ব্যবসায় ও চিকিৎসার উদ্দেশ্যে পাকিস্তানগামী আফগানসহ প্রতিদিন হাজার হাজার মানুষ সীমান্ত পারপার করে থাকে।

Advertisement