প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা : হাঁটার তারিখ পরিবর্তন করলেন দবির চাচা

ব্রিটবাংলা ডেস্ক : সদ্য প্রয়াত ডিউক অফ এডিনবারা এবং রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের প্রতি সম্মান জানিয়ে হাঁটার তারিখ পরিবর্তন করেছেন কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই। ১৭ এপ্রিলের পরিবর্তে আগামী ২৪ এপ্রিল নিজের গার্ডেনে হাঁটবেন দবির চাচা।

৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ ৯ এপ্রিল, শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসলে ইন্তেকাল করেন। আগামী ১৭ এপ্রিল, শনিবার বিকেল ৩টায় জাতীয়ভাবে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান হবে। একই দিন ১০১ বছর বয়সী কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই চ্যানেল এসের রামাদান ফ্যামিলি কমিটমেন্টের এম্বেসেডর হিসেবে গতবারের মতো এবার তাঁর ঘরের পাশের গার্ডেনে হাঁটার কথা ছিল। ১৭ এপ্রিল, শনিবার ব্রিটেন সময় বিকেল ২টায় দবির চাচার সঙ্গে যোগ দিতে এরিমধ্যে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় শতাধিক শহরের দানশীল ব্যক্তিরা নিশ্চিত করেছেন। স্ব স্ব দেশ এবং শহরের সময় অনুযায়ী, ১৭ এপ্রিল দুপুর ২টায় তারা হাঁটবেন।

চ্যানেল এসের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান জানিয়েছেন, ২৪ শে এপ্রিল, শনিবার দুপুর ২টায় হাঁটবেন বলে নিশ্চিত করেছেন। একই দিন স্থানীয় সময় অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ দবির চাচার সঙ্গে হাঁটায় যোগ দেবেন।

ফারহান মাসুদ খান জানান, দবির চাচার ফাইন্ড রেইজে সহযোগিতা করতে এরিমধ্যে জাস্ট গিভিং পেইজে দান করতে শুরু করেছেন দানশীলরা। দবির চাচার সঙ্গে হাঁটার পাশাপাশি দানশীল উৎসাহীরা, জাস্ট গিভিং পেইজে টিম মেম্বার হয়েও ফান্ড রেইজ করে দবির চাচাকে সহযোগিতা করতে পারবেন বলেও জানান তিনি।

https://www.justgiving.com/team/euwithdabirul

Advertisement