ব্রিট বাংলা ডেস্ক :: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে এখন রাজকোটে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে খেলতে নামবেন টাইগাররা। এর আগে শেষ অনুশীলন করেছেন তারা। পরে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানালেন, উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন আসতে পারে।
প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে তারা। ব্যাকফুটে টিম ইন্ডিয়া। সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ জয়ে চোখ লাল-সবুজ জার্সিধারীদের।
মাহমুদউল্লাহ বলেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমরা বসে নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেরাটা অনুশীলনে দেয়ার চেষ্টা করেছে।
সিরিজে ফিরতে মরিয়া ভারত। এজন্য দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন মেন ইন ব্লুরা।
তিনি বলেন, তারা জিততে মুখিয়ে আছে-এ কথা সত্য। তবে আমরা ছেড়ে দেব না। আমরাও মরিয়া হয়ে আছি জেতার জন্য। কারণ, আমাদের সামনে অনেক বড় সুযোগ। এ সিরিজ জিততে পারলে আমাদের অনেক বড় অর্জন হবে।
প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সাধারণত এ পরিস্থিতি থেকে উইনিং কম্বিনেশন ভাঙে না কোনো দল। তবে টাইগার একাদশে পরিবর্তন হতে পারে।
টাইগার অধিনায়ক বলেন, আপাতত দলে বদল আসার সম্ভাবনা নেই। আমরা প্রথমে রাজকোটের উইকেট দেখব। এর পর সিদ্ধান্ত নেব। প্রয়োজনে একাদশ পরিবর্তন হলেও হতে পারে। অন্যথায় উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করব। অতীতে এ মাঠে গড়ে ১৭০-১৮০ রান উঠছে। তাই উইকেট দেখে সিদ্ধান্ত নেব। দরকার হলে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামব।