ইয়াসমিন নিলুফার কানাডা থেকেঃ করোনা ভাইরাসে আক্রান্ত পুরু বিশ্ব । সংক্রমণ রুদ করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানাডা লকডাউন ঘোষনা করেছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রমজান উপলক্ষে রোজাদারদের জন্য বিশেষ ব্যাবস্থা চালু করেছেন জাস্টিন। জাতীর উদ্দেশ্য বক্তব্যকালে তিনি কানাডায় বসবাসকারি সকল মুসলমানদের পবিত্র মাহে রমজানের শুভেচছা জানান।এবং তিনি বলেন সবাই ঘরে থেকে রুজা রাখেন। খাবারের জন্য বাহিরে যেতে হবেনা। প্রয়োজন হলে বলবেন আপনাদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে।
কানাডায় এখন পর্যন্ত করোনাভাইরাসে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাদেশি কিছু কিছু গ্রসারিতে রমজানের কেনাকাটা শুরু হয়েছে। অবস্থা কিছুটা স্থম্ভি হলেও রমজানের বেচা কেনা চলছে।যার যার প্রয়োজন মতো কিনে নিচ্ছে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এসেনশিয়াল কাজের আওতায় পড়া এরখম কানাডায় বসবাসরত অনেক বাংলাদেশিরা কাজ করছেন। বিশেষ করে দেশটিতে যারা আইটি অথবা ব্যাংকিং পেশার কর্মরত রয়েছেন তারা তাদের ঘরে বসে নিয়মিত অফিসের সাথে যোগাযোগ করে কাজ করছেন।