ফলাফল, রুদ্ধশ্বাস অপেক্ষা এক !

ব্রিট বাংলা ডেস্ক :: মীমাংসিত হয়নি মার্কিন ভোটের ফল এখনও। গণনায় ঝুলে আছে ফলাফল প্রকাশ। অপেক্ষা দিনেই গড়াবে, নাকি কিছু ঘণ্টার মধ্যে বেসরকারি ফলাফল জানতে পারবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসী তা এখনও অনিশ্চিত। ভোট গণনার ওপর সবকিছু নির্ভর করছে। খুবই শ্লথ গতিতে গড়াচ্ছে যেন সময়ের চাকা। তর সইছেনা কারো। স্নায়ূ অবস করা এই উত্তেজনার শেষ কবে ? এমন প্রশ্ন দেখা দিয়েছে। সময়ের সাথে সাথে সারা বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে এবারের নির্বাচন।

গোটা বিশ্ব মিডিয়ার এখন প্রধান শিরোনাম আমেরিকার ভোট। চারদিন পার হতে চলেছে অথচ মার্কিনীদের কাছে নির্বাচনী ফলাফল এক গোলকধাঁধা হয়ে আছে। সকাল থেকে সারাদিনে পেনসিলভ্যানিয়ায় ভোটের সংখ্যা ৫ হাজার ৫শ ৮৭ থেকে বেড়ে ২১ হাজার ৭শ ৫-এ উপনীত হয়েছে শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত। এতেই বোঝা যায়, গণনার গতি। তবে বিভিন্ন কাউন্টির নির্বাচনী কর্মকর্তারা বলছেন, দ্রুততার চাইতে নির্ভুল ও ত্রুটিমুক্ত গণনাকে প্রাধান্য দেয়া হচ্ছে। ধীরে হলেও ভোট বেড়ে চলেছে ডেমোক্রেট প্রার্থী জোসেফ বাইডেনের পেনসিলভ্যানিয়ায়। ব্যাটলগ্রাউন্ড জর্জিয়া, নেভাদা ও আরিজোনায় বাইডেন এগিয়ে রয়েছেন। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত পরাজয় জেনেও তাঁর ইগো আঁকড়ে ধরে আছেন। ধীরে ধীরে একা হয়ে পড়ছেন তিনি। তাঁর হাই প্রোফাইল লিগ্যাল টিম সকল প্রকারের হিসাব কষে দেখছেন লাভ ক্ষতি। তবে প্রেসিডেন্ট ক্রমেই অধৈর্য হয়ে উঠছেন। তাঁর লিগ্যাল টিমের কার্যক্রমে তাঁদের ওপর তিনি সন্তুষ্ট নয় এমন  আভাস মিলছে মিডিয়া সূত্রে।

Advertisement