জেরুজালেমে ফিলিস্তিনীদের জন্যে মার্কিন কনস্যুলেট পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।মঙ্গলবার (২৫ মে) রামাল্লায় ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করেন এন্টনি ব্লিংকেন।বৈঠক শেষে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় চালুর করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।তিনি আরও বলেন, ফিলিস্তিনী জনগণের সাথে যুক্ত হতে এবং তাদের সহায়তা দিতে আমাদের দেশের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ উপায়।উল্লেখ্য, ২০১৯ সালে এটি বন্ধ করে দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
Advertisement