ফেনীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক :: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফেনী সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মোহাম্মদ সেলিম (৪৫) নামে এক ব্যক্তি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মোহাম্মদ সেলিম শ্বাসকষ্ট নিয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গভীররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা। মোহাম্মদ সেলিম ফেনী শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার ভোরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরাস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের সেলিম শ্বাসকষ্ট নিয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঁঞা বলেন, শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ সেলিম (৪৫) নামে এক ব্যক্তি হাসপাতালে মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

Advertisement