ফের ইয়েমেনি তেল ট্যাংকার আটক করল সৌদি

ব্রিট বাংলা ডেস্ক :: আবারও ইয়েমেনের জন্য তেল বহনকারী ট্যাংকার আটক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ এই ট্যাংকার আটক করেছে। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি জানিয়েছে, জ্বালানী তেলবাহী ট্যাংকারটি ইয়েমেনের আল-হুদায়দা বন্দরে যাচ্ছিল।

কোম্পানিটি বলেছে, এ নিয়ে সৌদি আরব এখন পর্যন্ত ইয়েমেনের আটটি তেল ট্যাংকার আটক করল। এসব ট্যাংকারে মোট ৮৮ হাজার টন অকটেন এবং এক লাখ ২৮ হাজার টন ডিজেল ছিল।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, আটক প্রত্যেকটি ট্যাংকারের কাছে ইয়েমেনের বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের অনুমতিপত্র ছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে দেশটির হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

এবার ইয়েমেনের সাধারণ নাগরিকদের দুঃখ-কষ্ট আরো বাড়ানোর লক্ষ্যে সেদেশ অভিমুখী তেল ট্যাংকার আটকের নীতি গ্রহণ করেছে রিয়াদ।

ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘ বলছে, ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে ইয়েমেন।

Advertisement