প্যারিসে ব্রিটেনের কিং চার্লসের রাষ্ট্রীয় সফর বাতিল হয়ে গেছে। আগামী সপ্তাহে এ সফরের কথা থাকলেও ফ্রান্সে পেনশনের বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ ও সংঘর্ষের কারণে কিং চার্লসের সফর বাতিল হয়েছে। সিএনএনতবে ফ্রান্সে বিদ্যমান পরিস্থিতির কারণে দুটি দেশ আলোচনা করেই কিং চার্লসের সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার থেকে ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা চলছে। আগামী ২৬-২৯ মার্চ কিং চার্লসের ফ্রান্স সফরের কথা ছিল। এলিসি প্রাসাদ শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও কিং চার্লস টেলিফোনে কথাও বলেন। এই রাষ্ট্রীয় সফর যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্ধারিত করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Advertisement