বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে রক্তাক্ত সিড়ি অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে রক্তাক্ত সিড়ি অনুষ্ঠিত।


২৮শে আগষ্ট সোমবার পুর্ব লন্ডনের খৃষ্টিয়ান ষ্ট্রিটে স্থানীয় একটি হলে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন শাখা আলোচনা সভা কবিতা আবৃত্তি ও  জাতীর জনকের জীবন কাহিনী নিয়ে ইফফাত আরা খানম রচিত রক্তাক্ত সিড়ি নামে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন শাখার সভাপতি নজরুল ইসলাম অকিবের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক ইফফাত আরা খানম এবং যুগ্ম সম্পাদক আব্দুর রব ঋতুর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরিফ

প্রধান বক্তা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার সভাপতি বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত জনাব খলিল কাজী ওবিই, প্রধান আলোচক বিশিষ্ট সাংবাদিক জনাব ইসহাক কাজল।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজী মুখলেসুর রহমান মুকুল, রহিমা রহমান, রহমান, মুজিবুর রহমান জসিম, উদয় সংঙ্খর দাস, জাহাংগির খান, শহিদ আলী, হিরন বেগ জাহানারা রহমান জলি,ফাতিমা নার্গিস,মেহের নিগার চৌধুরী প্রমুখ।
আবৃত্তি করেন উদয় সংঙ্খর দাস ও আব্দুর রব ঋতু। রক্তাক্ত সিড়িতে অংশ গ্রুহন করেন আজমান রাজা,হিরা কাঞ্চন হিরক,শতরুপা চৌধুরী অন্যা, আমিন খান,মৌসুমি রহমান, মুস্তাফিজুর রহমান খোকন, মস্তফা কামাল মিলন ও জয়নাল আবেদীন খান রক্তাক্ত সিড়ি নির্দেশনায় ছিলেন ইফফাত আরা খানম।

Advertisement