বনানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ব্রিট বাংলা ডেস্ক : ঢাকার বনানীতে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নিচে পড়ে তাদের মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন।

নিহতরা হলেন- অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরী (৫০)। তারা সবুজবাগের মায়াকাননে ছেলের বাসায় থাকতেন।

তাদের ছেলে অংকুর চৌধুরী রাতে হাসপাতাল মর্গে গিয়ে দুজনের লাশ শনাক্ত করেন।

এএসআই মহিউদ্দিন বলেন, ওই দম্পতির গ্রামের বাড়ি চট্টগ্রামের সদরঘাট এলাকার দক্ষিণ নালাপাড়ায়।

ছেলে অংকুর পুলিশকে বলেছেন, তার বাবা-মা বৃহস্পতিবার বিকালে ঘুরতে বেরিয়েছিলেন। আর প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দম্পতিকে তারা রেললাইনে বসে থাকতে দেখেছেন ট্রেন আসার আগে।

কেন কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়।

Advertisement