বরিসের ব্রেক্সিট বিল পার্লামেন্টে পাশ : ৩১শে জানুয়ারী হচ্ছে ব্রেক্সিট

ব্রিটবাংলা ডেস্ক : এ যাত্রায় আর রক্ষা নেই! আগামী ৩১শে জানুয়ারী ব্রেক্সিট হবেই। নির্ধারিত তারিখে ইইউ ত্যাগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ব্রেক্সিট বিলের পক্ষে শুক্রবার পার্লামেন্টে ভোট দিয়েছেন এমপিরা। নির্বাচনে একক সংখ্যাঘরিষ্টতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসার পর এমপিদের ভোটাভুটির জন্যে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবিত ব্রেক্সিট বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়। এতে ব্রেক্সিট বিলের পক্ষে ৩শ ৫৮ এবং বিপক্ষে ২শ ৩৪ ভোট পড়ে। ১শ ২৪ ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিলটি পার্লামেন্টে পাশ হয়।
হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডস সদস্যদের গভীর পর্যবেক্ষণ শেষে রাণীর স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হবে।
উল্লেখ্য ২০১৬ সালের জুনে ইইউ রেফারেন্ডামের পর ২০১৭ সালের মার্চে আর্টিক্যাল ফিফটি ট্রিগারের মাধ্যমে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর ২০১৮ সালের নভেম্বরে ইইউ নেতাদের কাছ থেকে ব্রেক্সিট ডিল নিয়ে আসেন তৎকালিন প্রধানমন্ত্রী থেরিজা মে। তবে চলতি বছরের জানুয়ারী থেকে মার্চের ভেতরে পার্লামেন্টের এমপিরা তিনবার সেই ডিল প্রত্যাখ্যান করেন। থেরিজা মে’র পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন গত অক্টোবরে নতুন ডিল নিয়ে আসেন। এ নিয়ে পার্লামেন্টে বিতর্কের পর ১২ ডিসেম্বরের আগাম নির্বাচনের পর ২০ ডিসেম্বর পার্লামেন্টে ১শ ২৪ ভোট বেশি পেয়ে পাশ হয় প্রধানমন্ত্রীর ব্রেক্সিট বিল। এর মাধ্যমে আগামী ৩১শে জানুয়ারী ব্রেক্সিট হবে এবং ২০২০ সালের ডিসেম্বরের ভেতরে ইইউর সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে কোনো ধরনের বাণিজ্য চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করতে পারবে ইউকে।

Advertisement