বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের ‘শত্রুতাপূর্ণ’ অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ডজন খানেক শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর ফলে এসব কর্মকর্তা রাশিয়া প্রবেশ করতে পারবেন না। শনিবার (১৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী নিকোলা স্টার্জনসহ ১৩ জন ব্রিটিশ সরকারের সদস্য এবং রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রিটিশ সরকারের নজিরবিহীন শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তালিকা আরও বৃদ্ধি করা হবে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

Advertisement