বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৫৬ রান

আনামুল হক-আফিফ হোসেনের জোড়া হাফ-সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান করেছে সফরকারী বাংলাদেশ।হারারে স্পোটর্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ।৬টি চার ও ২টি ছক্কায় ৮১ বলে অপরাজিত ৮৫ রান করেন আফিফ। ওপেনার আনামুল ৭১ বলে ৭৬ রান করেন। তার ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা ছিলো।এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯, অধিনায়ক তামিম ইকবাল ১৯ ও মেহেদি হাসান মিরাজ ১৪ রান করেন। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স-লুক জঙ্গি ২টি করে উইকেট নেন।সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। এ ম্যাচ হারলেই জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

Advertisement