বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানালেন জয়শঙ্কর

ব্রিট বাংলা ডেস্ক :: ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।

শনিবার শেখ হাসিনা সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। রাভীশ কুমার লিখেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন এস জয়শঙ্কর।

এদিকে আজ দুপুরে হায়দরাবাদ হাউজে এক বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

Advertisement