বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আগ্রহী সুইস প্রেসিডেন্ট

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তার সম্পৃক্ততা আরও প্রসারিত করতে চায়।
পাঁচ দশক আগে ১৩ মার্চ সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
সুইস রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সুইস প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমাগত বিস্তৃত ও গভীরতর করার ওপর গুরুত্বারোপ করেন।
সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের কথা তুলে ধরে ক্যাসিস কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ওঠা, শান্তি ও সমৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নসহ ভবিষ্যতের সহযোগিতার মূল ক্ষেত্রগুলোর উপর জোর দেন।
তিনি বলেন, সুইজারল্যান্ড গত পাঁচ দশক ধরে বাংলাদেশের জনগণ ও সরকারের একটি নির্ভরযোগ্য উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার।
সুইজারল্যান্ড ১.২ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাংলাদেশে বিনিয়োগ করেছে।
সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতা সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে পরিচালিত উদ্ভাবনী প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দেয়।
দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে যার পণ্য বাণিজ্যের পরিমাণ এখন প্রতি বছর ১ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১.১ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে।

Advertisement