বাংলাদেশে করোনায় আরো ২৬ মৃত্যু, শনাক্ত ৮৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ১০২জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৮জন। মোট শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮৫২জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২০হাজার ৪৭১জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৪৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭টি নমুনা সংগ্রহ এবং৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫শতাংশ।

Advertisement