বাংলাদেশ সেন্টার লন্ডনের ম্যানেজমেন্ট কমিটির এক সভা আজ ৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সেন্টারের মেইল হলে অনুষ্ঠিত হয়।
সেন্টারের ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলার মামুনুর রেজা ইবনে আবেদীন, ভাইস-চেয়ারম্যান শাহানুর খান,জালাল হোসেন খান,ডা: আলাউদ্দিন আহমদ, এম মামুন রশীদ,আশরাফ উদ্দিন,মানিক মিয়া,জাকির হোসেন,আক্তার আলী,
জাহাংগীর খান,আলী আহমেদ বেবুল,শওকত মাহমুদ টিপু, কামরুল হোসেন মুন্না,শিব্বীর আহমদ ও সেনটারের সিও এস এম মোস্তাফিজুর রহমান।
সভার শুরুতে ঢাকা উত্তর সিটি করপোরশেনের মেয়র আনিসুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
সভায় মহান বিজয় দিবস উদযাপনের জন্য আগামী ১৭ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় সেন্টারের মেইন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিন্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় সেন্টারের কতিপয় বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়।