বাংলা মেইল পাঠক ফোরাম কভেন্ট্রির ইফতার মাহফিল সম্পন্ন

বাংলা মেইল পাঠক ফোরাম কভেন্ট্রির উদ্যোগে রবিবার কভেন্ট্রি শাহজালাল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল ও আলোচনা সভা। ইফতার পূর্ব আলোচনা সভায় কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মতসসিম আলী শিতুর সভাপতিত্বে ও বাংলা মেইল পত্রিকার সাব এডিটর তালুকদার রায়হান এর পরিচালনায়

প্রধান অতিথির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনারের সচিব রেজাউল করিম।

  

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কভেন্ট্রি সিটি কাউন্সিলের কাউন্সিলর রইছ আলী,

বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর সাদেক মিয়া,

বাংলা মেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমেদ। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপস্থিত সকলকে আয়োজকদের পক্ষ হতে শুভেচ্ছা ও স্বাগত জানান বাংলা মেইল পত্রিকার সাব এডিটর আতিকুর রহমান, বিনোদন সম্পাদক জিয়া তালুকদার, কভেন্ট্রি প্রতিনিধি রহমান জাবের, বিশেষ প্রতিনিধি সৈয়দ নাদির আহমেদ।

প্রবাসের প্রিন্ট মিডিয়া জগতে মিডল্যান্ডস হতে প্রকাশিত বাংলা মেইল পত্রিকা বৃটেনের বাঙালি কমিউনিটির দর্পণ রূপে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে বলে মন্তব্য করেন আলোচনা সভার আলোচকবৃন্দ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাংলা মেইল আরও এগিয়ে নিয়ে যেতে কভেন্ট্রিবাসির সহযোগিতা অক্ষুণ্ণ থাকবে বলে আশ্বাস ব্যক্ত করে সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসুদ আহমদ, কামাল আহমেদ, কভেন্ট্রি কমিউনিটি ব্যক্তিত্ব মকদ্দুছ আলী, রুহুল আমিন, আব্দুল জব্বার, আফজল খান লাকি, বাদশা মিয়া, আব্দুল বাছির প্রমুখ। এছাড়াও বাংলা মেইল পত্রিকার কভেন্ট্রিতে ইফতার আয়োজনকে সাধুবাদ জানান উপস্থিত কভেন্ট্রি কমিনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সোরাব আলী, ওমর আলী, ইয়াওর বখশ, হোসেন আহমেদ, মেহরাব উদ্দিন, আবু হোসেন জুনেল, মোহাম্মদ আব্দুল হান্নান, মিলাওয়াত হোসেন, শামসুল ইসলাম, রাহেল আহমেদ, আলী হোসেন, মনির মিয়া, এম এ ফাত্তাহ, রুহেল আহমেদসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Advertisement