মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরকালে ভারত, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত কূটনৈতিক গ্রুপের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। খবর এএফপি’র।মার্কিন এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের জানান, শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তা সংকট ও অঞ্চলে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল গুরুত্বপূর্ণ উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করে।
Advertisement