বার্মিংহাম থেকে সংবাদদাতা : বার্মিংহামের আলমিরাজ ব্যাংকুইটিং হলের ছাদ ধসে স্কুলের শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় আল-আমিন স্কুলের গ্রেজুয়েশন প্রোগ্রাম চলার সময় এই ঘটনা ঘটে। প্রোগ্রামের শেষ দিকে খাবার পরিবেশনের প্রস্তুতি নেয়ার সময় বিকট শব্দে হলের ছাদ ধ্বসে পড়তে শুরু করে। হলের ভেতরে তখন প্রায় ২শ মানুষ ছিলেন। দুর্ঘটনায় ৫জন শিশু আহত হয় বলে জানা গেছে। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং এম্বুলেন্স ঘটনাস্থল যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। বাকি সবাইকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে পুলিশ।
আল আমিন প্রাইমারি স্কুলের সেক্রেটারী মঈন উদ্দিন
দূর্ঘটনায় আহত বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মালিক পারভেজ বলেন, “প্রথম মনে হয়েছিল প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। পরে যখন বুঝতে পারলাম ছাদ ধসে পড়ছে তখন স্কুলের বাচ্চাদের সাহায্যে ছুটে যাই। পরে যখন নিজের দিকে খেয়াল দেয় তখন অনুভব করি আমিও আহত হয়েছি। তবে মহান আল্লাহকে ধন্যবাদ তিনি যে বড় ধরণের দূর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করেছেন।
দুর্ঘটনার ব্যাপারে হল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ এবং ফায়ার সার্ভিস পুরো ঘটনার তদন্ত করছে। দূর্ঘটনার মূল কারণ খুঁজে সংশ্লিস্ট অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন স্থানীয় কমিউনিটির মানুষ।