রাজু আহমেদ : এলাকার দরিদ্র অসহায় মানুষদের সাহায্য এবং শিক্ষাসহ এলাকার সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগর উপজেলার বৃহত্তর রঙ্গিয়া,দুরাজপুর,বরাইয়া,কামিনীকান্দি ও বীরদাশ দৌলতপুর এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন আর ডে বি কে বি ট্রাষ্ট ইউকের এক সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা উক্ত এলাকার প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৮ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘর রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বাঙালী কাউন্সিলর সাদেক মিয়া শামসুর সভাপতিত্বে ও কার্ডিফের বাঙালী কাউন্সিলর কাউন্সিলর দিলওয়ার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সংগঠনের দাতব্য তহবিল সংগ্রহ এবং সদস্য ফিসহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল আহাদ,আব্দুর রউফ,মোতাহিদ আলী,মোহাম্মদ আব্দুল হক,আব্দুল আজিজ,সুহেদ আহমেদ,আব্দুল জব্বার,মাসুম মিয়া,মোহাম্মদ আব্দুল মালিক,মোশাহিদ আলী,সুমাইয়া বেগম,সামিনা শারমিন রউফ প্রমূখ। সভায় বক্তারা এলাকার উন্নয়নে এগিয়ে আসতে প্রবাসে বসবাসরত উক্ত এলাকার সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বার্মিংহামে আর ডে বি কে বি ট্রাষ্ট ইউকের এক সভা
Advertisement