বার্মিংহ্যামে লালাবাজার ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

যুক্তরাজ্য সফররত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সাথে বার্মিংহামে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংবাদকর্মী ও কমিউনিটি নেতৃবন্দের উপস্থিতিতে গত ২১ মে বার্মিংহামের মিঠাই ঘরে বাংলা কাগজের উদ্যোগে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় যোগ দিয়ে চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল যুক্তরাজ্যে তাঁর দীর্ঘ সময় বসবাস করার কথা উল্লেখ করে নিজেকে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তিনি শুধুমাত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশে গিয়ে চেয়ারম্যান হয়েছেন উল্লেখ করে প্রবাসী সকলকে দেশের উন্নয়নে কাজ করা আহবান জানান। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ, বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাফিজ খান, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ্ব আনা মিয়া, ডাঃ সমুছ মিয়া, কলামিষ্ট শেবুল চৌধুরী ও ম আ ক্বাদির, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম, বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সেক্রেটারী আব্দুল এম চৌধুরী সুমন,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আবু এইচ চৌধুরী সুইট,স্পেনের বার্সোলোনার কমিউনিটি নেতা এমদাদুল হক লাভলু,টিভি ওয়ান প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম ও বদরুল আলম,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,রিয়াল সিলেট পেইজের হেলাল আহমেদ,চ্যানেল এস প্রতিনিধি রিয়াদ আহাদ ও আলহাজ্ব আশরাফ আহমেদ,বাংলা কাগজের উপদেষ্টা জাহেদ উদ্দিন সাজু,সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ প্রমূখ।

Advertisement