বার্সেলোনার সিনিয়র দলের আরো তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। ক্লাব সুত্রে জানা গেছে আগের তিন জনের সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে, ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও তরুন মিডফিল্ডার গাভি। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন । বর্তমানে করোনায় আক্রান্ত সকল খেলোয়াড় নিজ নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছে। ইতোমধ্যেই নতুন করে আক্রান্তদের ব্যপারে সংশ্লিষ্ঠ স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।এর আগে সপ্তাহের শুরুতে করোনা পজিটিভ হয়েছিলেন লেফট-ব্যাক জোর্ডি আলবা, সেন্টার-ব্যাক ক্লেমেন্ট ল্যাঙ্গেলেন্ট ও ডিফেন্ডার দানি আলভেস।বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে আগামী রোববার লা লিগা টেবিলের সপ্তম স্থানে থাকা বার্সেলোনা ১৫তম স্থানে থাকা রিয়াল মায়োর্কার মোকাবেলা করবে।এদিকে রিয়াল মাদ্রিদেও করোনা হানা দিয়েছে। গোলরক্ষক থিবো কোর্তোয়াসহ ফেডেরিকো ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিনগা ও ভিনিসিয়াস জুনিয়র করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাবের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় ফিরছে গ্যালাকটিকোরা। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে ৮ পয়েন্ট এগিয়ে কার্লো আনচেলত্তির দল টেবিলের শীর্ষে অবস্থান করছে।এর আগে চলতি মাসের শুরুতে লুকা মড্রিচ, মার্কো আসেনসিও, গ্যারেথ বেল, মার্সেলো, আন্দ্রি লুনিন, ইসকো ও ডেভিড আলবা করোনা পজিটিভ হয়েছিলেন।রায়ো ভায়োকানো, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদসহ বেশ কিছু স্প্যানিশ ক্লাবে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত লা লিগায় কোন ম্যাচ স্থগিত করা হয়নি। লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আইনানুযায়ী একটি দলে একজন গোলরক্ষকসহ অন্তত ১৩জন খেলোয়াড় ফিট থাকলে এবং এদের মধ্যে পাঁচজন মূল দলের হলেই খেলা চালিয়ে যেতে কোন অসুবিধা নেই।রায়ো ভায়োকানোতে এ পর্যন্ত ১৭টি পজিটিভ কেসের তথ্য পাওয়া গেছে। এ কারনে রোববার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় তাদের ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রিয়াল সোসিয়েদাদে আক্রান্ত হয়েছেন ১০জন খেলোয়াড়।
বার্সেলোনায় আরো তিনজসহ রিয়ালের কোর্তোয়া, ভালভার্দে করোনা পজিটিভ
Advertisement