যুক্তরাজ্য সফররত বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুছ এবং সদস্য আব্দুল মান্নানের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম, ইউকে’র উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অভিবক্ত বালাগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ। সংগঠনের সদস্য সচিব ও প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি সফিক উল্লাহ মিসলু, সাবেক সভাপতি নেসার আলী সমসু, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ মিয়া, বারমিংহাম আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, সাউথ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক, অভিবক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌ: সেলিম প্রমুখ।
যুবনেতা শামীম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ফজলু মিয়া, মামুন কবির চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, শেখ নুরুল ইসলাম জিতু, যুক্তরাজ্য যুবলীগের সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, ফয়জুর রহমান ফয়েজ, সারজন খান, সাবেক ছাত্রনেতা ও ভিপি সাহেদ আহমদ মুসা, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, মোহাম্মদ আলী জিলু, মো: আবুল লেইস এবং লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি ফয়সল হোসেন সুমন, যুবনেতা আজাদুর রহমান আজাদ, সাইফুল ইসলাম মহসিন, মোতাহির আলী সুহেল, নাহিদ জায়গীরদার, আজমল আলী, মসুদ আহমদ, রুহেল আহমদ, মতিউর রহমান, আসক আলী, সারওয়ার আহমদ, এনামুল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা নবগঠিত বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দের ভুয়সী প্রশংসা করে যুক্তরাজ্য সফররত এ প্রবীন দুই নেতাকে দলের দু:সময়ের নিবেদিত কর্মী হিসেবে অভিহিত করে তাদের বিগত দিনের কর্মকান্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দলের দুর্দিনের কর্মীদের মূল্যায়ণ করার সাম্প্রতিক ঘোষনা বালাগঞ্জ উপজেলা কমিটিতে যথাযথ বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে সংবর্ধিত অতিথিরা তাদেরকে সম্মানিত করার জন্য বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম, ইউকে’র নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যে বসবাসরত বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সবাইকে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব কামাল আহমদ, সাজজাদুর রহমান, সানুর মিয়া, মিসবাউর রহমান দুলন, মাহবুব রহমান, মোজাহিদ আহমদ লিটন, লিটন মিয়া, রুহুল আমীন, ছানা মিয়া সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত আরও অনেকে।
বালাগন্জের দুই আওয়ামীলীগ নেতাকে নিয়ে লন্ডনে মতবিনিময় সভা
Advertisement