বিএনপি থেকে দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অব. মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ দল থেকে পদত্যাগ করেছেন।সোমবার (২৮ জুন) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২৯ জুন) মেজর (অব.) হানিফ বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিকভাবেও কিছুটা অসুস্থ। গতকাল আমি এবং কর্নেল (অব.) শাহজাহান একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।’তাদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এখনও পদত্যাগপত্র পাইনি। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ বিষয়টি আমি এখন পর্যন্ত কিছু জানি না। আপনাদের কাছ থেকে শুনলাম।

Advertisement