ব্রিট বাংলা ডেস্ক :: নুসরাত-নিখিলের দাম্পত্য সম্পর্ক গত কয়েকমাস ধরে টালমাটাল। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চান না দুজনেই। সংবাদমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য না করবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাঝেই গতকাল গভীর রাতে খবর প্রকাশ করা হয় নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল জৈন। এরপর আগুনের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে। আজ বেলা গড়াতেই এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন নুসরাত। যদিও এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন এই নায়িকা। একটি প্রেস বিবৃতি জারি করেছেন নুসরাত।
সেখানে তিনি জানিয়েছেন, আমি সকলকে জানাতে চাই এই খবরটি সম্পূর্নরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনও খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত। নুসরাতকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর খবর চাউর হওয়ার পর এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নিখিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মাত্র দিন কয়েকের মাথায় তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সারেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জৈন। ২০১৯-এর ১৯ জুন রীতিনীতি মনে চার হাত এক হয় দুজনের। বিয়ের দেড় বছরের মাথায় এই জুটির বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।